যশোরে পঞ্চম শ্রেণির ছাত্রকে হত্যা চেষ্টা

আগের সংবাদ

পঞ্চম শ্রেণির ছাত্রকে নিয়ে পালালেন ২৩ বছরের শিক্ষিকা !

পরের সংবাদ

এখনো পদে পদে শ্রমিক শ্রেণি নানাভাবে বৈষম্যর শিকার: নার্গিস বেগম

প্রকাশিত: মে ২, ২০২৫ , ৯:৪৯ অপরাহ্ণ আপডেট: মে ২, ২০২৫ , ৯:৪৯ অপরাহ্ণ

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের শ্রমিক শ্রেণির জীবনমান, অধিকার ও কর্মপরিবেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, যুগযুগ ধরে শ্রমিকরা লড়াই করে অধিকার আদায় করে আসছে। এখনো পদে পদে শ্রমিক শ্রেণি নানাভাবে বৈষম্যর শিকার, বিশেষ করে নারী শ্রমিকদের বঞ্চনার শেষ নেই। এজন্য শ্রমিকদের অধিকার নিশ্চিতে জাতীয়বাদী শ্রমিক দলের নেতাকর্মীদের সবসময় সোচ্চার থাকতে হবে।

অধ্যাপক নার্গিস বেগম শুক্রবার যশোর জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির আলোচনায় এ কথা বলেন।

সংগঠনের যশোর জেলা সভাপতি আবু জাফরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের গৌরবময় ইতিহাস রয়েছে। বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকালে দলটির নেতাকর্মীরা লড়াই সংগ্রাম করেছে। এজন্য এখন থেকে দেশের মেহনতী মানুষের অধিকার আদায়ে যেমন সোচ্চার থাকতে হবে, ঠিক তেমনিভাবেই দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিতে লড়াইয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

সভা পরিচালনা করেন, জেলা শ্রমিক দলে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়