যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু সাইদ (৪০) নামে এক প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার ২৩ এপ্রিল বিকেলে নিজ বাড়ির সামনে এ হামলা চালানো হয়। হামলার সময় সাইদের বৃদ্ধা মা সালেহা বেগম (৭৫) ছেলেকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাকেও মারধর করে।
আহত আবু সাইদ হামিদপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচা মোফাজ্জলের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে সাইদ তার নিজের গাছ কাঁটতে গেছে চাচা মোফাজ্জল ও তার ছেলে শামিম এবং শামিমের বোন রেখাসহ কয়েকজন তাকে লাঠি ও রড দিয়ে মারধর করে। এ সময় তার মা সালেহা বেগম ছেলেকে রক্ষা করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সাইদের মাথায়, চোখে ও ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে, এবং সালেহা বেগমের কোমরে আঘাত লেগেছে।
আহতের বড় ভাই বোরহান উদ্দিন জানান, আমার ভাই শারীরিক প্রতিবন্ধী। তাকে এভাবে মারধর করা অমানবিক। আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।
আহতের ভাই আরো জানায়, আমার ভাই অর্থের অভাবে আহত হয়ে হাসপাতালের বেডে ৫দিন পড়ে ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা থমকে গেছে।
এছাড়া হামলাকারীরা আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে আমরা যেন থানায় এ বিষয়ে যেন অভিযোগ না করি। যার ফলে আমরা এখনো পর্যন্ত থানায় ভয়ে অভিযোগ করতে পারিনি।
এ বিষয়ে প্রতিবন্ধী আবু সাইদ ও তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।