অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আগের সংবাদ

পাইকগাছায় আইনগত সহায়তা দিবস পালিত

পরের সংবাদ

মণিরামপুরে গৃহবধুর গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৫ , ৮:১১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫ , ৮:১১ অপরাহ্ণ

যশোরের মণিরামপুরে শশুর বাড়িতে এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে। ২৭ এপ্রিল রবিবার গভীর রাতে উপজেলার ১৪ নং দূর্বাডাঙ্গা ইউনিয়নের কাজিয়াড়া গ্রামের মৃত রহিম বক্সের মেয়ে সাথী বেগম(৩৩) একই এলাকায় খাটুয়াডাঙ্গা গ্রামে আফতাব মুন্সি মোড়ে শশুরবাড়ির বাসায় সাথী বেগম নামের গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই গৃহবধু শ্বশুরবাড়িতে থেকে তার বাড়ির সামনে ধানের চাতাল ও রাইস মিলে দীর্ঘদিন ধরে কাজ করতো। গভীর রাতে কে বা কারা ঘরের মধ্যে থাকা অবস্থায় জবাই করে হত্যা করেছে। গৃহবধূর মা ভানু বেগম জানান, আমার মেয়েকে বিয়ের পর আমার জামাই আব্দুর রশিদ মিন্টু মেয়েটাকে টাকার জন্য বিভিন্ন সময় চাপ দিয়ে জমি বিক্রি করে সাড়ে ৪ লাখ টাকা নিয়েছে, এছাড়াও ব্যাংকে থাকা আরো এক লাখ টাকা আছে জানতে পেরে ওই নরপশু মিন্টু তখন থেকে ও টাকা নেওয়ার জন্য আমার মেয়ের উপর নির্মম নির্যাতন শুরু করে।

ভানু বেগম আরো জানান, মিন্টুর ৪ টি স্ত্রী সবার ছোট আমার মেয়ে সোমবার সকালে শুনতে পাই। আমার মেয়েকে শশুরবাড়ির বাসায় যে ঘরে থাকে সেখানেই তাকে জবাই করে মেরে ফেলা হয়েছে এবং বিবস্ত্র অবস্থায় ছিল। স্থানীয় ইউপি মেম্বার রেজাউল করিম জানান, আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দেখি মহিলাকে জবাই করে হত্যা করা হয়েছে। সেই সময় আমি নিজে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ঘটনা স্থলে আসেন, সহকারী পুলিশ সুপার মণিরামপুর সার্কেল ইমদাদুল হক ও মনিরামপুরে থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নূর মোহাম্মদ জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, সঠিক হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটন করা হবে। এএসপি মণিরামপুর সার্কেল জানান, ঘটনা তদন্তের স্বার্থে এই মুহূর্তে আমি কোন বক্তব্য দিতে পারছিনা। তবে অপরাধী যেই হোক তাকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়