বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের অভিরাজ হোটেল রেট টাউনে সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক সবুজ আলী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক আক্কাচ আলী।
সম্মেলনে পল্লীচিকিৎসক কে এম মাসুদ পারভেজকে সভাপতি ও নজরুল ইসলাম কে সাধারণ সম্পাদক করে যশোর জেলা কমিটি ঘোষণা করা হয়।
আংশিক এ কমিটিতে সিনিয়র পল্লী চিকিৎসক নেতা হিসেবে পল্লী চিকিৎসক টিপু সুলতানকে সিনিয়র সহ-সভাপতি, সেলিমকে সহ-সভাপতি, রাশেদ পারভেজ ফুলকে সহ-সভাপতি ও পল্লী চিকিৎসক জিল্লুর রহমান সিদ্দিকীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।
এছাড়া জিল্লুর রহমান সিদ্দিককে সভাপতি ও সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচন করে যশোর সদর উপজেলা চিকিৎসক করা হয়। জেলা ও অন্যান্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে সম্মেলনে জানানো হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পল্লী চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সম্মেলনে চিকিৎসা সেবার মানোন্নয়ন, পল্লী চিকিৎসকদের পেশাগত উন্নয়ন এবং স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে সমিতির জেলা সভাপতি পল্লী চিকিৎসকদের পেশাগত নৈতিকতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।