সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা, ঝিকরগাছায় প্রতিবাদ

আগের সংবাদ

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত

পরের সংবাদ

যশোরে সাসস‘র ব্যতিক্রমী আয়োজন

পথচারী ও রিকশাচালকদের জন্য ফ্রি তরমুজ ভোজ

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২৬, ২০২৫ , ১০:১১ অপরাহ্ণ

যশোর শহরের ব্যস্ত সড়কে চমকপ্রদ এক দৃশ্য। থরে থরে প্লেটে সাজানো কাটা তরমুজ, আর তার চারপাশে ভিড় জমিয়েছে রিকশা, ভ্যানচালক, ইজিবাইক চালক ও পথচারীরা। কেউ আসছেন, ইচ্ছেমতো তরমুজ খাচ্ছেন, আবার চলে যাচ্ছেন, কোনো মূল্য দিতে হচ্ছে না।

আয়োজনটি করা হয় শনিবার বিকাল ৫টায় শহরের জিরো পয়েন্ট মোড়ে।

এমন ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক সচেতন সংস্থা (সাসস) যশোরের সদস্যরা। মানবিক এই উদ্যোগে ৫‘শ জনেরও বেশি মানুষকে পরিবেশন করা হয় রসালো তরমুজ। প্রচণ্ড গরমে সড়কের শ্রমজীবী মানুষের মুখে এনে দেয় একটুখানি প্রশান্তি ও আনন্দ।

অনুষ্ঠানটি দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন, যশোরে এমন আয়োজন এর আগে কখনও দেখা যায়নি। চলাচলকারীরা ‘সাসস’-এর এই উদ্যোগের প্রশংসায় ভাসাচ্ছেন, এবং মানবিক কাজে অনুপ্রেরণা পাচ্ছেন।

বিশেষ নজর কাড়ে সংগঠনের সদস্যদের পরিবেশ সচেতনতা। তরমুজ খাওয়ার পরে যাতে খোসা রাস্তায় না পড়ে, সে জন্য একজন সদস্য হাতে পলিথিন ব্যাগ ধরে দাঁড়িয়ে ছিলেন, যাতে সহজেই সবাই তাদের খোসা ফেলতে পারেন। এতে রাস্তার পরিবেশ পরিচ্ছন্ন থাকে এবং পথচারীদের চলাচলেও সমস্যা হয় না।

এই উদ্যোগে একদিকে যেমন ‘সাসস’-এর এই ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে যশোরবাসীর হৃদয়ে ছুঁয়ে গেছে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়েছে। তেমন অন্যদিকে গরমের দিনে পথচারী ও শ্রমজীবী মানুষের মুখে এক টুকরো ঠান্ডা তরমুজের হাসি ফোটাতে সাসসের এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে সর্বমহলে।

এসময় উপস্থি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম,
সভাপতি হাবিবুর রহমান, নিবার্হী সদস্য কাজী সায়েম, মেহদি হাসান টনি, অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন, যুগ্ন সম্পদক সোহানুর রহমান সোহান, সদস্য অনিক হোসেন শুভ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়