জাতীয় গ্রীড লাইন ট্রিপ করায় বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চল অন্ধকারে নিমিজ্জিত হয়েছে বিকেল ৫.৫০টায়। পায়ড়া ও তালতলী তাপ বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভোলার ২২৫ মেগওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং গোয়ালপাড়া ও ভেড়ামাড়া গ্রীড সা-স্টেশনের সাথে যুক্ত বরিশাল ১২/৩৩ কেভী গ্রীড সাব-স্টেশন ও ছাড়াও ৪২৫/১৩২ ও ২২৫/১৩২ গ্রীড সাব-স্টেশনের সাথে বরিশালেল একাধিক ৩৩/১১ কেবি সাব-স্টেশনের মাধ্যমে এ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ করা হয়ে থাকে।
কিন্তু বিকেল ৫.৫০টায় আকষ্মিকভাবেই প্রথমে গোয়ালপাড়া পওে একে একে সবগুলো গ্রীড লাইনই ট্রিপ করায় বরিশাল মহানগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলের বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা পৌনে ৭টায় রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল ১৩২/৩৩ কেভি ও কলাডেমা গ্রীড সাব-স্টেশনগুলোতে স্টেশন লোড’ও গ্রহন করতে পারেনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।