জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবিতে জাতীয় পার্টির মানববন্ধন

আগের সংবাদ

মাজারে মাদকবিরোধী অভিযান, ভক্তদের হাতে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

পরের সংবাদ

শার্শা উপজেলা বিএনপি’র দুই সদস্যর সকল পদ স্থগিত

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ , ৯:০৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২০, ২০২৫ , ৯:৩১ অপরাহ্ণ
শার্শা উপজেলা বিএনপি'র দুই সদস্যর সকল পদ স্থগিত

শার্শা উপজেলা বিএনপি’র দুই সদস্যকে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সদস্যপদসহ সকল পদ স্থগিত করে তাদের সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে।
রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোনের এক স্বাক্ষরীত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অব্যাহতভাবে সংগঠনের নীতি আদর্শ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন শান্তির প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তার সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। একইসাথে শার্শা ইউনিয়ন বিএনপি’র ১ম যুগ্ম সম্পাদক এখন থেকে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে।

আপরদিকে, একই সাথে শার্শা উপজেলা বিএনপি’র সদস্য ও শার্শা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আ. ওয়াহেদের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ স্থগিত করে তারও সকল সাংগঠনিক কর্মকান্ড স্থগিত করা হয়েছে। সেইসাথে শার্শা ইউনিয়ন বিএনপি’র ১ম সহ সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন বলে বলা হয়েছে।

এছাড়া এখন থেকে দলের কোন কার্যক্রমে তাদেরকে অংশগ্রহন করতে না দেওয়ার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়