সিলেটে ব্যাটে-বলে হতাশা, প্রথম দিনেই জিম্বাবুয়ের দাপট

আগের সংবাদ

প্রিয়জনকে জড়িয়ে ধরলে কমে মৃত্যুঝুঁকি! আরও যত উপকার

পরের সংবাদ

সাতক্ষীরায় পরিত্যক্ত পুকুরে মিলল ৩৪ দেশীয় অস্ত্র

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২০, ২০২৫ , ৭:২৭ অপরাহ্ণ

রোববার (২০ এপ্রিল) শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের মাওলানা জুবায়ের হোসেনের পরিত্যক্ত পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত পুকুরে বস্তাভর্তি ৩৪টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। কারা এসব অস্ত্র সেখানে রেখেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়