কেশবপুর পৌরসভার উদ্যোগে বহুল প্রতীক্ষিত পৌর সুপার মার্কেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ‘আইইউজিআইপি’ প্রকল্পের আওতায় সুপার মার্কেটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেশবপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধী সমাজ।
উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, কেশবপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।
মিউনিসিপাল প্রকৌশলী মো. শহিদুল ইসলাম জানান, ‘আইইউজিআইপি’ প্রকল্পের অধীনে প্রায় ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ছয়তলা ফাউন্ডেশনসহ তিনতলা বিশিষ্ট এ সুপার মার্কেটটি নির্মাণ করা হচ্ছে।
উল্লেখ্য, জমির মালিকানা সংক্রান্ত মামলার কারণে এই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বাধাগ্রস্ত ছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।