এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা : মির্জা ফখরুল

আগের সংবাদ

মন্ডপে অধিষ্ঠিত হবেন দুর্গা, ষষ্ঠীতে আজ দেবীর বোধন

পরের সংবাদ

২৮ অক্টোবর মাঠে থাকবে আওয়ামী লীগ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ৮:০১ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২১, ২০২৩ , ১:১৩ অপরাহ্ণ

আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেদিন বিএনপির মহাসমাবেশের পাল্টা কর্মসূচি পরিকল্পনা করছে আওয়ামী লীগ।

রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে মহানগর আওয়ামী লীগ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ২৮ অক্টোবর আমাদের কর্মসূচি রয়েছে। সেদিন কী হবে, সে বিষয়ে আগামী ২৫ অক্টোবর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে একটি প্রতিনিধি সভা হবে। সেই সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণা করবেন।

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম কর্ণফুলী টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেদিন চট্রগ্রামে সুধী সমাবেশ ও জনসভা করবে আওয়ামী লীগ। তবে কেন্দ্রের অধিকাংশ নেতা ঢাকা অবস্থান করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়