সীমান্তে নদীতে ভেসে উঠা যুবকের মরদেহ নিয়ে গেল বিএসএফ 

আগের সংবাদ

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই দৈনন্দিনের মূল অঙ্গীকার

পরের সংবাদ

তরিকুল ইসলামের কবর জিয়ারত করলেন বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টু

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১২, ২০২৫ , ১০:০২ অপরাহ্ণ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেছেন, দলের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।

শনিবার দুপুরে তিনি যশোর শহরের কারবালা কবর স্থানে গিয়ে প্রয়াত এ বর্ষিয়ান নেতার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, দলের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, যশোর চেম্বর অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নাসিব যশোরের সভাপতি সাকির আলী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়