কক্সবাজারের সংকট-সম্ভাবনার কথা বলতে ‘আওয়াজ’র আত্মপ্রকাশ

আগের সংবাদ

ঝিকরগাছায় সাবেক ছাত্রনেতা রাচির মাতার মৃত্যু

পরের সংবাদ

যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১১, ২০২৫ , ৯:৪১ অপরাহ্ণ

যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এফবিসিসিআই সাবেক সভাপতি, শিল্পপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি ছিলেন, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।

সভাপতিত্বে করেন, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মিজানুর রহমান খান।

প্রধন অতিথি বলেন, আমরা চাই দেশটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হোক। এজন্য সম্পদ সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। এজন্য দরকার বিনিয়োগ। বিনিয়োগ বাড়াতে প্রথমেই দরকার সামাজিক শৃঙ্খলা। সেটাই নেই।

তিনি আরও বলেন, বিনিয়োগ না হলে বেকারত্ব আরও বাড়বে, যাতে সামাজিক বিশৃঙ্খলা বাড়াবে। দেশকে এগিয়ে নিতে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে হবে। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। একটাকে রেখে আরেকটা ভালো হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়