পাইকগাছায় স্কাউটস দিবস পালিত 

আগের সংবাদ

Geniet van Eindeloos Spelplezier bij vincispin be, waar duizenden kansspelen klaarstaan voor jou, met directe stortingen en snelle cash-outs, dagelijkse missies en beloningen en een ongeëvenaarde spelervaring.

পরের সংবাদ

গাজায় গণহত্যা বন্ধের দাবি: মুখে কালো কাপড় বেঁধে ইবি ছাত্রদলের প্রতিবাদ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫ , ৮:৪৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৮, ২০২৫ , ৮:৫৭ অপরাহ্ণ
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান।
এসময় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, বর্তমান আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, বিশেষ করে সৌদি আরব ও আরব আমিরাতের শাসকরা যারা নিজেদেরকে ইসলামের ধারক ও বাহক মনে করেন তারা যদি সত্যিই মুসলমান হন তাহলে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। হাশরের ময়দানে যখন ফিলিস্তিনের শিশু-কিশোররা বলবে ‘এই মুনাফিকরা আমাদের পাশে দাঁড়ায়নি’ তখন কেউ রেহাই পাবেন না।
তিনি আরও বলেন, পবিত্র কুরআন ও হাদিসে রয়েছে, ফিলিস্তিনের বিজয় হবেই। কোনো মোসাদ, RAW বা সামরিক শক্তিই তা রুখতে পারবে না। আজ ইসরায়েলি শাসক নেতানিয়াহু গাজার শিশু, মা-বোন, সাংবাদিক ও চিকিৎসকদের পরিকল্পিতভাবে হত্যা করছে। এটি মানবতাবিরোধী অপরাধ। আমি ওআইসি, জাতিসংঘসহ সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক সংস্থার প্রতি আহ্বান জানাই— অবিলম্বে পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর ফাঁসি কার্যকর করুন।
সাবেক সভাপতি উমর ফারুক বলেন, আজ ফিলিস্তিনে আমার ভাই-বোন, ছোটো শিশুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এদের একমাত্র দোষ কি এরা মুসলমান? অবিলম্বে জাতিসংঘ, ওআইসি কে সিদ্ধান্ত নিয়ে এই হত্যাকান্ড বন্ধ করতে হবে। ইসরায়েলকে সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। সারা পৃথিবীর সমগ্র মানবতাবাদী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে বয়কট করতে হবে।
কর্মসূচি শেষে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস পাশ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়