কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজি আলতাফ হোসেনের বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় কপোত-কপোতিকে আটক করেছে স্থানীয় জনতা। তবে ওই বিএনপি নেতার প্রভাব খাটিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা বিএনপির (একাংশ) নেতা হাজি আলতাফ হোসেনের দৌলতপুর থানা বাজারের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা হাজি আলতাফ হোসেনের দোতলা বাড়ির নিচতলা রাজু আহম্মেদ নামে এক ব্যক্তি ভাড়া নেন। সেখানে তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকার ছেলে-মেয়ে নিয়ে অনৈতিক কারবার চালিয়ে আসছিলেন। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের নাহারুল ইসলামের ছেলে আসিফ ওরফে আসাদুল দৌলতপুর উপজেলার গাছেরদিয়াড় গ্রামের এক গৃহবধূকে নিয়ে অনৈতিক কাজের জন্য ওই বাড়িতে প্রবেশ করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন বাড়িটি ঘেরাও করে তাদের দুজনকে একটি ঘরের ভেতরে আপত্তিকর অবস্থায় দেখতে পান।
পরে তাদের বাড়ির বাইরে বের করে নিয়ে আসা হয়। সবার ধারণা জন্মে তাদেরকে পুলিশে দেয়া হবে, কিন্তু সেটি করা হয়নি। বিএনপি নেতা হাজি আলতাফ হোসেনের প্রভাব খাটিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ না করে তড়িঘড়ি করে নিজ নিজ বাড়ি পাঠিয়ে দেয়া হয়। এর ফলে এলাকার অনেকের মাঝে ক্ষোভ দেখা দেয়।
এদিকে দৌলতপুর থানা বাজারের প্রাণকেন্দ্রে এ ধরনের অনৈতিক কার্যকলাপের ঘটনায় বিস্ময় প্রকাশ করেন স্থানীয় লোকজন। এ সময় তারা এই অসামাজিক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।