সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতারিত হচ্ছেন পর্যটকরা

আগের সংবাদ

পাইকগাছায় ক্রীড়া সামগ্রী বিতরণ 

পরের সংবাদ

যশোরে গণহত্যা দিবস স্মরণে আলোচনা সভা

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫ , ৯:২৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৬, ২০২৫ , ৯:২৪ অপরাহ্ণ

যশোরে সংঘটিত বর্বর গণহত্যা স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে বাম গণতান্ত্রিক জোট, যশোর জেলা শাখা।

আলোচনায় বক্তারা একাত্তরের গণহত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, একাত্তরের গণহত্যায় জড়িত অনেক খুনি আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে। সেই সময়ের হত্যাযজ্ঞে ইন্ধনদাতা সাম্রাজ্যবাদী শক্তি যুক্তরাষ্ট্র আজও বিশ্বজুড়ে আগ্রাসী ভূমিকা পালন করছে, যার ফল আজকের বিধ্বস্ত গাজা।

বক্তারা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও যুদ্ধাপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু। প্রধান অতিথি ছিলেন জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।

অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন, সিপিবি যশোর জেলার সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সিপিবির সাবেক জেলা সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, বাসদ জেলার সমন্বয়ক শাহজাহান আলী, উদীচী যশোর জেলার সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু এবং শহীদ পরিবারের সদস্য হাসিনুর রহমান, রিয়াদূর রহমান, গ্রেগরি সরদার, কাজী মফিজুল হক, সওগত কামাল দ্বীপ প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান।

বক্তারা আরও বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের অনেকেই এখনও বিচার থেকে রেহাই পেয়েছে। তারা ৭১-এর চেতনাকে নস্যাৎ করার অপচেষ্টায় লিপ্ত।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা যশোর রেলস্টেশন, মাদ্রাসা ও আশপাশের এলাকায় নির্বিচারে গুলি চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়