কালীগঞ্জ থানার ওসি অপসারণের দাবিতে মহাসড়ক ও থানা অবরোধ

আগের সংবাদ

বাঘারপাড়ার বিএনপি নেতার সাথে আওয়ামী লীগের একাত্মতা প্রকাশ

পরের সংবাদ

রামেবি’র ২৪টি মেডিকেল কলেজের এমবিবিএস চুড়ান্ত পেশাগত পরীক্ষা শুরু

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫ , ৭:১৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৬, ২০২৫ , ৭:১৪ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন এমবিবিএস চুড়ান্ত পেশাগত নভেম্বর-২০২৪ এর পরীক্ষা শুরু হয়েছে।

রবিবার থেকে মেডিসিন পার্ট-১ বিষয় দিয়ে পরীক্ষা শুরু হয়। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ২৪টি মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। ২৪টি মেডিকেল কলেজের মধ্যে সরকারি ১৩টি মেডিকেল কলেজ এবং ১১টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে।

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের সেক্রেটারি সুব্রত কুমার বসাক জানান, তাদের মেডিকেল কলেজ থেকে এবার নবম ব্যাচের ৫৫জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এরমধ্যে ৮জন ভারতীয় ছাত্রী রয়েছে। আগামী ২২ এপ্রিল গাইনী পার্ট-২ পরীক্ষার মধ্য দিয়ে চুড়ান্ত পেশাগত লিখিত পরীক্ষা শেষ হবে। তাদের ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়