ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আগের সংবাদ

যশোরে দু'গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে যুবক নিহত

পরের সংবাদ

মাদক কারবারে হত্যার অভিযোগ

বেনাপোলে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫ , ৭:৩১ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৫ , ৭:৫০ অপরাহ্ণ

যশোরের শার্শা সীমান্তের বালুন্ডা থেকে হত্যার শিকার জামাল হোসেন নামে এক যুবকের রক্তাত্ব মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দূর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ফেলে পালিয়ে যায়। সে মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিতি রয়েছে।

সোমবার (৩১ মার্চ) দুপুরে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য পাঠায়।এর আগে গতকাল রোববার রাত ১১ টার দিকে

উপজেলার গোগা ইউনিয়নের ইছাপুর গ্রামের একটি ইট ভাটার পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া কাদপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার বালুন্ডা -সেতাই সড়কের গোগা ইউনিয়নের ইছাপুর সড়কো একটি ইট ভাটার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এসময় মরদেহের পাশ থেকে একটি মটরসাইকেল ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের চলা পড়ে ছিলো। নিহতের মুখ ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত জামাল ও তার সহযোগী জাহিদ মাদক চোরাচালানের সাথে জড়িত। তারা মাদকদ্রব্য বহন করে শার্শা ও বেনাপোল পোর্ট থানার বিভিন্ন মাদককারবারীর নিকট পৌঁছে দেওয়ার কাজ করতো। এদিন জাহিদও তার সাথে ছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদকে আটক করা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদের করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়