ঝিকরগাছা বালুমাটি কাটার দায়ে দুইজন আটক, জেল ও জরিমানা

আগের সংবাদ

হাতির আক্রমণ থেকে রক্ষার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পরের সংবাদ

গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদের বাড়িতে তারেক রহমানের ঈদ উপহার

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৭, ২০২৫ , ৯:৫১ অপরাহ্ণ

জিয়াউর রহমান ফাউন্ডেশন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো ঈদ উপহার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌছে দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।

গতকাল বুধবার সকালে তিনি দলীয় নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে শহীদ তৌহিদুর রহমানের জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামস্থ বাড়িতে গিয়ে তাঁর পিতা আব্দুল জব্বার মোল্যার কাছে ওই উপহার তুলে দেন। একই সময় তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা তাঁর পরিবারের সদস্যদের কাছে পৌছে দেওয়া হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মোকছেদ আলম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, সাধারণ সম্পাদক ইউপি সদস্য রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, থানা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার পেয়ে শহীদ তৌহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার মোল্যা বলেন, তৌহিদুরকে নিয়ে আমাদের অনেক আশা ছিল। সে আয় করে আমাদের সংসার চালাবে। তা আর হলো না। তিনি সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি তৌহিদুরকে হত্যার বিচারের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়