চৌগাছায় উপজেলা বিএনপির জরুরি মতবিনিময়সভা অননুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপির অফিসে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও চৌগাছা সদর ইউপির সাবেক চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভপতি ও যশোর জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পাতিবিলা ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির জেষ্ঠ সহ-সভাপতি ও সিংহঝুলী ইউপির সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও অ্যাডভোকেট আলীবুদ্দিন খান আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন, মতিয়ার রহমান মন্টু, দপ্তর সম্পাদক এসএম মিলন প্রমুখ।
জরুরি সভায় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয় এবং বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।