বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি গত ১৬ বছর ধরে প্রতিটি রমজানে ইফতার মাহফিলের আয়োজন করে আসছে। তবে, রাজনৈতিক পরিস্থিতির কারণে দলীয় সমর্থক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি, যাতে কেউ হয়রানির শিকার না হন বা বিপদে না পড়েন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, ইফতারকে কেন্দ্র করে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের একত্রিত করার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
যশোর শহরের ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার, জেলরোডের টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারকে কেন্দ্র করে এক হওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনার উদ্যোগ: অনিন্দ্য ইসলাম অমিতঅনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ঘোপের মানুষ কখনো রাজনৈতিক বিরোধে জড়ায়নি এবং ধর্মীয় বিভাজন সৃষ্টি করেনি। বরাবরই তারা বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে এসেছে। কিন্তু গত ১৬ বছরে পরিকল্পিতভাবে ঘোপের সামাজিক ঐতিহ্য নষ্ট করা হয়েছে। তিনি ঘোপকে সন্ত্রাস ও মাদকমুক্ত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ফরহাদ আহম্মেদ।
আরও উপস্থিত ছিলেন, লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএনপি নেতা অ্যাডভোকেট জাফর সাদিক, নগর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ারা পারভিন আনু, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি সৈয়দ আলী আশফাক লনি, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, অর্থ বিষয়ক সম্পাদক ইরমাক আব্বি আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহিম হোসেন, নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, ওয়ার্ড মহিলাদলের সভাপতি সুফিয়া বেগম, ওয়ার্ড যুবদলের সভাপতি মোর্শেদ আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সানিয়াত আরিফ নয়ন, ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদ শিশিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।