কেশবপুরে ছাত্রীর মরা দেহ উদ্ধার

আগের সংবাদ

ইফতারকে কেন্দ্র করে একত্রিত করার সংস্কৃতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে- অনিন্দ্য ইসলাম অমিত

পরের সংবাদ

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৫ , ৯:১৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৫, ২০২৫ , ৯:১৯ অপরাহ্ণ

সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ঝিনাইদহ মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত উপজেলার কুসুমপুর বর্ডারে এ বৈঠক অনষ্ঠিত হয়।

জানাযায়, কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৬১/৭-এস এর নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়ন এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি এর পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং প্রতিপক্ষ ১৯৪ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট মুগনথান ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়।

৫৮ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল আলম বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ান কমান্ডার এবং বিজিবি-বিএসএফ এর উপস্থিত সকল সদস্য সীমান্তের জিরো লাইন ধরে প্রায় ৩ কি. মি. হাঁটেন। পরিশেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়