চট্টগ্রামে রেলের জায়গা থেকে ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

আগের সংবাদ

যে দলের বিরুদ্ধে কাজ করবে সে ছিটকে পড়বে- আমানুল্লাহ আমান

পরের সংবাদ

চসিকের লোগো থেকে নৌকা সরিয়ে বসানো হলো শাপলা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৫ , ৬:৫৭ অপরাহ্ণ

আওয়ামী সরকার পতনের ৬ মাস পর দলটির প্রতীক চিহ্ন সরানো হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) লোগো থেকে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে জাতীয় ফুল শাপলা। এখন থেকে শাপলা ফুল সম্বলিত ডিজাইনেই ব্যবহৃত হবে চসিকের লোগো।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৭ মিনিটে চসিকের ফেসবুক পেজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়। তবে এখনো চসিকের উইকিপিডিয়ায় পুরোনো লোগোই (নৌকা সম্বলিত) রয়ে গেছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়র স্যার দায়িত্ব নেওয়ার পর লোগো পরিবর্তন করতে বলেছিলেন। তাই লোগো থেকে নৌকা বাদ দিয়ে জাতীয় ফুল শাপলা রাখা হয়েছে। আজ সকালে চসিকের ফেসবুক পেজ থেকে নতুন লোগোর ছবি আপলোড করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় এখনো লোগো পুরোনোটা রয়ে গেছে। দু’একদিনের মধ্যে সব জায়গায় থেকে পুরোনো লোগো সরিয়ে নেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। দিনভর গোলাগুলি, সংঘর্ষ, হামলার ঘটনার মধ্যে ভোটগ্রহণ শেষে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ সময় নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবি করেছিলেন বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন। ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনালে ওই নির্বাচনে কারচুপির অভিযোগে ৯ জনকে বিবাদী করে মামলা করেন নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেন।

গত বছরের ১ অক্টোবর চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে রায় দিয়েছিলেন আদালত। এরপর গত বছরের ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ নেন শাহাদাত হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়