বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানুল্লাহ আমান বলেছেন, যে দলের বিরুদ্ধে কাজ করবে সে ছিটকে পড়বে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু দলের বিরুদ্ধে কেউ কাজ করবেন না। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিকল্প নেই। আল্লাহর রহমতে বিএনপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কখন কোন ষড়যন্ত্র করে কেউ আটকাতে পারিনি, আগামীতেও পারবে না।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) মেহেরপুর সরকারি কলেজ মাঠে নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন, মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মেহেরপুর ১ আসনের সাবেক সাংসদ মাসুদ অরুণ, মেহেরপুর ২ আসনের সাবেক সাংসদ আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, শিক্ষক নেতা জাকির হোসেন।
এদিকে, প্রায় ১৭ বছর পর মেহেরপুরে বিএনপির মহাসমাবেশ ঘিরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময় বিকাল ৩টার আগেই কানায় কানায় ভরে যায় মেহেরপুর সরকারি কলেজ মাঠ। খন্ড খন্ড মিছিল নিয়ে মেহেরপুর জড় হতে থাকে স্থানীয় নেতাকর্মীরা। মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা থেকে আসেন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু। জেলা বিএনপির সাবেক সাবেক সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, যুগ্ম সম্পাদক কাজী মিজান মেনন, বিএনপি নেতা আলমগীর হোসেন, মেহেরপুর জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আজমল হোসেন মিন্টু, যুগ্ম আহবায়ক ফিরোজুর রহমান, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক হুজাইফা ডিক্লিয়ার, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতি সংস্থার সাধারণ সম্পাদক বাকা বিল্লাহ, জেলা যুবদলের সহ সভাপতি আনিসুর রহমান লাবলু, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এহান উদ্দিন মনা সহ প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।