আড়পাড়ার মিঠু হত্যা মামলায় এবার বাপ্পি আটক

আগের সংবাদ

যশোরে বিএনপির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারারোপণ

পরের সংবাদ

যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিস ভাংচুরের ঘটনায় মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৪ , ১০:০৭ অপরাহ্ণ

যশোরে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিস ভাংচুর ও লুটপাটের ঘটনায় অপরিচিত ৩৫/৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মোর্ত্তজা হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।

গত ২৩ আগস্ট সন্ধ্যায় শহরের খুলনা পুরাতন বাসস্ট্যান্ডে শ্রমিক ইউনিয়ন অফিসে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছিল।

মামলার অভিযোগে জানা গেছে, গত ২৩ আগস্ট একটি বাস নড়াইল থেকে ছেড়ে যশোরে আসে। ওই গাড়িতে থাকা এক নারী যাত্রীর সাথে ভাড়া নিয়ে সুপারভাইজার আকাশের সাথে বাকবিতন্ডা হয়। গাড়িটি মণিহার স্ট্যান্ডে আসামাত্রই ওই নারী যাত্রী ছেলেসহ ৪/৫ জনকে মোবাইল ফোনে ডেকে আনা হয়। এরপরে তারা এসেই সুপারভাইজারের সাথে ধাক্কাধাক্কি শুরু করে। এসময় স্থানীয় লোকজন তাদের মিমাংসা করে চলে যায়। কিছুক্ষণ পরে ১০/১৫ জন এসে কিছু বুঝে ওঠার আগে ২৪/২৫টি বাস গাড়ি ও কাউন্টার ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুপারভাইজার আকাশকে হেফাজতে নেয়। আবার রাত সাড়ে ১০টার দিকে ২৫/৩০ জন এসে যশোরে জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা করে।

হামলাকারীরা সিসি ক্যামেরা, দরজা, জানালা, বাথরুম, সিলিং ফ্যান, টেবিল ফ্যান ও কম্পিউটার ভাংচুর করে পাঁচ লাখ টাকার ক্ষতি করে। ভাংচুরের সময় হামলাকারীরা অফিসের আলমারিতে থাকা সাড়ে তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়