ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সহ আহত ৩

আগের সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলের তিন রুটে ১৩ কি. মি. রেলপথ ক্ষতিগ্রস্ত

পরের সংবাদ

সাতক্ষীরায় কিশোর গ্যাং গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৩০, ২০২৪ , ৭:০৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় ‘কিশোর গ্যাং’ দমন ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সাতক্ষীরারর সদর উপজেলার ফিংড়ি ইউনিয়ন মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফিংড়ি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ভুক্তভুগি প্রবাসী পরিবারের সদস্য মোখলেছুর রহমান, মোনতাজ আলী, মজিদ সরদার,ফাতেমা তুজ জোহরা প্রমূখ।

এসময় বক্তরা বলেন, সম্প্রতি ফিংড়ি ইউনিয়নের বালিথা এলাকার ২ নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গড়েউঠা কিশোর গ্যাং রাসেল বাহিনি এলাকার প্রতিটা প্রবাসীদের বাড়িতে চাঁদা দাবি করে । চাঁদা না দেয়াতে র্নিযাতনের শিকার হয়ে সদর থানায় অভিযোগ দিলেও এই কিশোর গ্যাং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

বক্তারা আরও বলেন, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের সঙ্গে যুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিশোর গ্যাং’ সমাজের দুরারোগ্য ব্যাধি। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে এখনই এটি দমন করতে হবে। তাদের কারনে এলকার মানুষ শান্তিতে ঘুমাতে পারেনা।

সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, কিশোর গ্যাং দমনে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাংয়ের ডাটাবেইজ তৈরির কাজ করছে জেলা পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়