চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি প্রকল্প থেকে এস আলম গ্রুপ বাদ

আগের সংবাদ

ঝিনাইদহের "টিম মুগ্ধ" ত্রাণ নিয়ে যাচ্ছে বানভাসিদের জন্য

পরের সংবাদ

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২৪ , ৭:২৭ অপরাহ্ণ

ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সমোমলনকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে সভাতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মানিক চন্দ্র গাইন, ইউপি চেয়াম্যান আয়ুব হোসেন খান, আজিজুল খাঁ, নজরুল ইসলাম রিতু, ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, ডা. আজগর আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা জেসমিন আরা, সমবায় কর্মকর্তা তরিকুল ইসলাম ও সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ সহ উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, গত ৫ আগষ্টের পর থেকে দেশের পেক্ষাপট পরিবর্তনের মধ্যে দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা এলামেলো হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি ছাড়াও হাটবাজারে খাজনা আদায় নিয়ে উতপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এছাড়াও কালীগঞ্জ শহরে রাস্তার উপর ফুটপাত দখলমুক্ত ও রাতে সড়ক বাতি নিশ্চিত করনের বিষয়েও সিদ্ধান্ত হয়। সেই সাথেই উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়