ঝিনাইদহে ছাত্রদলের শোক র‍্যালি

আগের সংবাদ

বিসিবির নতুন পরিচালক হলেন নাজমুল আবেদীন ফাহিম

পরের সংবাদ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যবিপ্রবি ভিসি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২১, ২০২৪ , ৬:০০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ড. মো. আনোয়ার হোসেন উল্লেখ করেন, বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিরতা বিরাজমান এবং পুনরায় প্রশাসনিক স্থবিরতার কারণে আবারও সেশন জ্যাম হওয়ার অবস্থা পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায়, আমার পক্ষে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। আমি এই ২২ আগস্ট ২০২৪ হয়ে আমার উপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য হিসেবে অর্পিত দায়িত্ব অধ্যাহতি প্রদাণের জন্য অনুরোধ করছি।

এর আগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ ভিসি’র অনুসারীদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসি সসম্মানে পদত্যাগ না করলে তার অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়