শিক্ষার্থী সাঈদ-তাহির-মেরাজ হত্যা, শেখ হাসিনা-কাদেরসহ আসামি ৪১৩ জনের বিরুদ্ধে মামলা

আগের সংবাদ

বেশি বেশি চলচ্চিত্র বানাতে হবে : উপদেষ্টা নাহিদ ইসলাম

পরের সংবাদ

তালায় ভাংচুর লুটপাট চাঁদাবাজিতে জড়িত একজনকে আটক করেছে সেনাবাহিনী

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ , ৭:৩১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৮, ২০২৪ , ৮:০০ অপরাহ্ণ

তালায় বিএনপি নেতা পরিচয় দিয়ে ভাংচুর, লুটপাট, চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকায় অভিযোগে দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৮ আগষ্ট) দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, তালা সদরের জাতপুর গ্রামের গিয়াসউদ্দীনের ছেলে সিহাদ সরদার (৪৫)। অভিযোগ উঠেছে, তালার সুবিধাভোগী এক শ্রেণি আকষ্মিক বিএনপি নেতা পরিচয় দিয়ে দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।

তালা সেনা ক্যাম্পের মেজর কামরুজ্জামান জানান, গত ৫ ও ৬ আগষ্ট তালায় ব্যাপক ভাংচুর ও লুটপাট, জনসাধারণের উপর চালায় তারা। এছাড়া সরকারি গাছ কেঁটে বিক্রি ও বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় করছিল। এসব কাজে তারা বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়েছে।

এসব অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আরও অনেকে ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়