ইবি ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল গ্রেনেড, পিস্তলসহ বিপুল দেশীয় অস্ত্র

আগের সংবাদ

একযোগে যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা

পরের সংবাদ

সাভারে ছিনতাইয়ের শিকার যবিপ্রবি শিক্ষক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৮, ২০২৪ , ৬:১৮ অপরাহ্ণ

সাভারে ছিনতাইয়ের শিকার হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রভাষক ডা. কে এম এমরান হোসেন। সাভার রেডিও কলোনিতে তিনজন ছিনতাইকারী তাকে ছুরি মেরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।এছাড়া ওই শিক্ষকের বাম পায়ে ও ডান হাতে প্রায় ৩-৪ ইঞ্চি চওড়া ও ৩ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।চিকিৎসকেরা তার বিকলাঙ্গ হওয়ার আশংকা প্রকাশ করেছেন।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গিয়ে তিনি হতাশ হয়েছেন। শিক্ষকের অভিযোগ, সাভার মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি বলেন, “আমি প্রাণ সংশয়ের মধ্যে আছি। পুলিশের এমন অবহেলা আমাকে কষ্ট দিয়েছে।”

এমরান হোসেনের দেওয়া লিখিত অভিযোগে ঘটনার বিস্তারিত বর্ণনা করা হয়েছে। তিনি উল্লেখ করেছেন, ছিনতাইকারীরা তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, ব্যাংক কার্ড, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে।ওই শিক্ষক আরও বলেন,এর আগেও এখানে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যা হয়েছে। প্রায়ই এখানে ছিনতাই-চুরির ঘটনা ঘটছে । সাভার রেডিও কোলনি এলাকায় একটি পুলিশ বক্স স্থাপনের দাবীর কথা ও জানান তিনি।

সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল কাদের এ বিষয়ে জানিয়েছেন, থানায় কারেন্ট ও ওয়াইফাইয়ের সমস্যা থাকায় কিছুটা দেরি হয়েছে। তবে শিক্ষকের অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

এফআইআর নিতে দেরী করায় শিক্ষক তার জীবনের নিরাপত্তা নিয়ে শংকিত

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়