আতংকে ঘরছাড়া বিএনপি-জামায়াতের শতশত নেতাকর্মী

আগের সংবাদ

দ্বিতীয় দফার রিমান্ড শেষে আন্দালিব রহমান পার্থ কারাগারে

পরের সংবাদ

ইবি শিক্ষার্থীদের বিক্ষোভে ২ শিক্ষকের একাত্মতা

প্রকাশিত: আগস্ট ২, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২, ২০২৪ , ৬:৪৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রার্থনা ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা ।  এসময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি শিক্ষার্থীদের চলমান এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।

শুক্রবার জুম্মার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে চলমান আন্দোলন ও ছাত্র হত্যা নিয়ে বক্তব্য দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসময় অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, বাংলাদেশে শিক্ষার্থীদের উপর যে হত্যাকাণ্ড হয়েছে অবশ্যই তার বিচার হওয়া উচিত। এদেশে এই হত্যাকাণ্ডের বিচার না হলে ছাত্ররা তার ভাইদের সঙ্গে বেঈমানী করবে। এখানে সরকারের ছাত্রদের উপর দোষ চাপানোর কোন সুযোগ নেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের ভাইদের লাশের ওপর দিয়ে কোন সংলাপ নয়। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়