৯০ বছরের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক

আগের সংবাদ

উপশহর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনকে শোকজ শিক্ষা বোর্ডের

পরের সংবাদ

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ ভার্সিটি ছাত্র ঝিকরগাছার জাবিরের মৃত্যু

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৭, ২০২৪ , ৭:৪৭ অপরাহ্ণ

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইমতিয়াজ আহমেদ জাবির। তিনি ইউনিয়নটির দেউলি গ্রামের নওশের আলীর ছেলে। গত শুক্রবার (১৭ জুলাই) গুলিবিদ্ধ হন তিনি। এরপর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুলাই) ভোর সাড়ে চারটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

জাবির ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তিনি আকিজ কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন।
জাবিরের পিতা নওশের আলী মোবাইল ফোনে এ প্রতিনিধিকে জানান, বর্তমানে তার ছেলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্ত শেষে লাশ আজ গ্রামের বাড়ি আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়