শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকবে বেরোবি- ভিসি হাসিবুর রশীদ

আগের সংবাদ

ঢাকায় ইউনিভার্সিটিতে আটকা পুলিশ সদস্যদের হেলিকপ্টারে উদ্ধার

পরের সংবাদ

পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৪ , ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৮, ২০২৪ , ৭:৫৫ অপরাহ্ণ

পাইকগাছায় কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় উপজেলার বিভিন্ন স্থানে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই খন্ড খন্ড মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা বৃন্দ।

এরই অংশ হিসেবে বৃহষ্পতিবার সকাল ১০ টা থেকে পৌর সদরের জিরো পয়েন্ট, বাকা বাজার,লক্ষ্মীখোলা কলেজিয়েট সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এ সময় জিরো পয়েন্ট সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে কোন গাড়ী বের হতে দেয়নি তারা। তারা মোটর চালিত ভ্যান থেকে শুরু করে সব যানবাহন বন্ধ করে দেয়। পুলিশ অবরোধ কারীদের চারিপাশে অবস্থান নেয়। আন্দোলন কারীরা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ অবরোধ ও অনসন করতে দেখা যায়।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামীম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। তারা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। আশা করি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন,শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশ করেছে। কেহ যদি অশান্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়