ঘোড়াঘাটে একবস্তা কঙ্কালের হাড়গোড় জব্দ ৩ চোর আটক

আগের সংবাদ

পাইকগাছার লস্কর ইউপি'তে ১৩৬২'পরিবারের মাঝে টিসিবি পন্য বিতরণ

পরের সংবাদ

চির চিরনিদ্রায় শায়িত হলেন বেরোবি শিক্ষার্থী আবু সাঈদ

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৭, ২০২৪ , ৭:২৪ অপরাহ্ণ

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাত দুইটায় তার মরদেহ গ্রামে পৌঁছে। এ সময় স্বজনদের কান্নায় হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ জুলাই) রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী-ছাত্রলীগ-পুলিশের সংঘর্ষে নিহত হন সাঈদ। ছয় ভাই ও তিন বোনের মধ্যে আবু সাঈদের শিক্ষাজীবন ছিল সবচেয়ে উজ্জ্বল। তার এক ভাই উচ্চমাধ্যমিক পাস করেছেন। অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। তাই পুরো পরিবারের স্বপ্ন ছিল আবু সাঈদকে ঘিরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়