সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবি
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবি, ঢাকা, চট্টগ্রাম , রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও এক দফা দবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের আরো কিছু বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বার (১৬ জুলাই ) কয়েকটি বিক্ষোভ মিছিল দল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফকটে অবস্থান করে। তাঁরা ক্যাম্পাসের শহীদ মিনায় প্রদক্ষিণ করে, এখন ঢাকা চট্রগ্রাম মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
এসময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার ‘, ‘ জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে বৈষম্যের বিরুদ্ধে ‘, ‘আমার ভাইয়ের রক্ত কেন? প্রশাসন জবাব চাই’, ‘ বৃথা যেতে দিবো না, আমার ভাইয়ের রক্ত’, ‘ একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার ‘, ‘ লড়াই লড়াই লড়াই চায় লাড়াই করে বাঁচতে চায়, ‘ ঢাবিতে হামলা কেন? প্রশাসন জবাব চাই, জবাব চাই জবাব চাই। ইত্যাদি স্লোগানে মুখরিত করে।
বর্তমানে শিক্ষার্থীরা ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।