২টি আগ্নেয়াস্ত্র ও ২০৬ রাউন্ড গুলিসহ ৩ জন গ্রেফতার

আগের সংবাদ

উল্টো রথযাত্রা উৎসব উপলক্ষে সাতক্ষীরা  কাটিয়া সর্বজনীন পূজা মন্দিরের আয়োজনে  আলোচনা সভা 

পরের সংবাদ

প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে যবিপ্রবি’র কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৫, ২০২৪ , ৬:৫২ অপরাহ্ণ

রূপান্তর প্রতিনিধি, যবিপ্রবি

প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের এক দফা দাবিতে যশোর শহরের পালবাড়ি ও দড়াটানায় বিক্ষোভ মিছিল করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২ টায় যশোর শহরের পালবাড়ি থেকে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দড়াটানায় পৌছায়।

এ সময় শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালি না রাজপথ, রাজপথ,’ ‘আমি নই তুমি নও, রাজাকার রাজাকার, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘আমি কেন রাজাকার, জবাব চাই জবাব চাই’- ইত্যাদি স্লোগান দেন।

উল্লেখ্য, এর আগে ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলো কোটা আন্দোলনকারীরা। ১৩ জুলাই পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসৃচি বাস্তবায়নে বাংলা ব্লকেড, স্মারকলিপি সহ সকল কর্মসৃচিতে অংশগ্রহণ করে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়