রামপালে তামা চোর চক্রের ৪ সদস্য আটক

আগের সংবাদ

ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইসহ ২ জন আহত

পরের সংবাদ

৬'শ গ্রাম গাঁজা সহ মোটরসাইকেল আটক

গাঁজা সহ মাদক কারবারি আটক-১, পাইকগাছা

প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪ , ৫:২৫ অপরাহ্ণ আপডেট: জুলাই ১৩, ২০২৪ , ৫:২৫ অপরাহ্ণ

রূপান্তর প্রতিনিধি, পাইকগাছা

পাইকগাছা থানা পুলিশের অভিযানে এক মাদক কারবারিকে ৬’শ গ্রাম গাঁজা সহ একটি ডিসকাভর (১৩৫)মোটরসাইকেলের টুলবক্স’র মধ্যে অভিনব কায়দায় মাদক বহন করা বাইকটি আটক করেছে থানা পুলিশ। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, মামলা নং- ৩। এছাড়া আটক ব্যক্তিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা থেকে প্রাপ্ত সূত্রে জানা গেছে, শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান এর দিকনির্দেশনা মোতাবেক এসআই অমিত দেবনাথ সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকগাছা পৌরসভা ও সোলাদানা ইউনিয়নের মধ্যবর্তী স্থান-শিবসা ব্রিজের উপর থেকে সাতক্ষীরা জেলার বাঁশদহ গ্রামের মো. আখের আলী কারিকরের ছেলে মো. আমজাদ হোসেন কারিকর(৫০) এর মোটরসাইকেলের টুলবক্সে থাকা ৬’শ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান জানান, খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষে বিশেষ অভিযানে মাদক কারবারি আমজাদ হোসেন আটক করা হয়।

এবং তার নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা সহ মোটরসাইকেলটি জব্দ পূর্বক আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়