পাইকগাছায় এইচএসসি পরীক্ষার্থী প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

আগের সংবাদ

‘বাংলা ব্লকেড’ শুরু, মহাসড়ক অবরোধে ইবি শিক্ষার্থীরা

পরের সংবাদ

ধানমন্ডি-৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ আপডেট: জুলাই ৪, ২০২৪ , ১০:১৯ অপরাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী বঙ্গবন্ধুর আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক শিক্ষকদের সংগঠন  ‘বঙ্গবন্ধু পরিষদ’।

বৃহস্পতিবার  দুপুরে ধানমন্ডি-৩২ এ অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নবগঠিত আহ্বায়ক কমিটি। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বঙ্গবন্ধু-সহ সকল শহিদদের আত্মার মাগফিরাত ও মোনাজাত করা হয়। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক  আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম   ফারুক কে ফুল দিয়ে বরণ করে নেন তাঁরা এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় নবগঠিত কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন ও সদস্য সচিব অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. শেলীনা নাসরীন ও অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান। এছাড়া কমিটির সদস্য অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. রবিউল হোসেন, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মাসুদ, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন জাহিদ, সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও শরিফুল ইসলাম-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ.ব.ম ফারুক এ আহ্বায়ক কমিটির সাময়িক অনুমোদন দেন। পরে বিশ্ববিদ্যালয়ে ৩১ সদস্যবিশিষ্ট  এ  কমিটিরকে আগামী ৩ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়।  এই সময়ের মাঝে সম্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়