যশোরের কেশবপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে ৬৩ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বাজেট সভায় উন্মুক্ত আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তপন কুমার ঘোষ, সমাধানের পরিচালক রেজাউল ইসলাম, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান, সাংবাদিক শেখ শাহীন প্রমুখ।
এ সময় কেশবপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুর মোহাম্মদ, পৌর নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেনসহ পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।