পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে- এমপি রশীদুজ্জামান

আগের সংবাদ

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম

পরের সংবাদ

২য় মেয়াদে ইবির জিয়া হল প্রভোস্ট ড. জাকির হোসেন

প্রকাশিত: মে ২০, ২০২৪ , ৮:১৭ অপরাহ্ণ আপডেট: মে ২০, ২০২৪ , ৮:১৭ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়ায়ুর রহমান হলে ২য় মেয়াদে প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন।

সোমবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। তিনি আগামী ১ বছর উক্ত পদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এ.বি.এম জাকির হোসেন-এর মেয়াদ ১৪ মে (১ম বার) শেষ হওয়ায় ১৫ মে হতে পরবর্তী ১ বছরের জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়র তাকে পুন: নিয়োগ করেছেন। এ দায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন বলেন,
আমাকে শহীদ জিয়ায়ুর রহমান হলের প্রভোস্ট হিসেবে ২য় বার নিয়োগ প্রদান করায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হলের সার্বিক পরিবেশ যেন সুষ্ঠু-সুন্দর থাকে সে বিষয়ে পূর্বের ন্যায় নজর রাখবো।হলে ঠান্ডা পানির ব্যবস্থা, রিডিং রুমের পরিবেশ উন্নত করা এবং শতভাগ আবাসিকতা নিশ্চিত করবো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়