যশোরের বেনাপোল সিমান্ত থেকে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি পুলিশ সদস্যরা। সোমবার (২৯ এপ্রিল) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন পলাতক আসামী আঃ রউফ রব (৪০), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-রঘুনাথপুর পশ্চিম পাড়া এর বসতবিল্ডিং এর সিড়ির পাশে হইতে আসামীর রেখে যাওয়া একটি বস্তার মধ্যে হইতে ১১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪,৪০,০০০/- টাকা। যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।