ঘোড়াঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার -২০

আগের সংবাদ

ইবিতে চুরি করতে এসে আটক -২

পরের সংবাদ

ইবির আল-হাদিস বিভাগের নতুন সভাপতি ড. আকতার হোসেন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ৮:৩০ অপরাহ্ণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. আকতার হোসেন। তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম ইকবাল হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এতথ্য জানা যায়। তিনি আগামী ৩বছর এইপদে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, বিভাগটির সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আ.ন.ম. ইকবাল হোসাইন শারীরিক জটিলতার কারণে ২০এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৬মাসের মেডিকেল ছুটি নেওয়ায় তাকে সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরে উক্ত পদে বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. আকতার হোসেনকে নিয়োগ প্রদান করা হয়। এদায়িত্ব পালনকালে তিনি নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

নব নিয়োগপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আকতার হোসেন বলেন, আমি সকলের সহযোগিতায় বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। প্রথমেই আমি একাডেমিক বিষয়ে গুরুত্ব দিবো।

এছাড়াও, বিভাগের ফান্ড কালেকশন ও অবকাঠামোগত উন্নয়নেও কাজ করবো।

এপ্রিল ২০, ২০২৪, at ১০:১৮ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়