মারা গেছেন প্রাণবন্ত কণ্ঠ জাদুর পপ গায়িকা পাক বো রাম

আগের সংবাদ

এলো ফিরে বৈশাখ

পরের সংবাদ

বাংলা নববর্ষে পাইকগাছা বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও-ওসি

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪ , ৯:৩৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৪, ২০২৪ , ১২:১৮ পূর্বাহ্ণ

বাংলা নববর্ষে খুলনার পাইকগাছা উপজেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন ও থানা ওসি ওবাইদুর রহমান।

ভিন্ন ভিন্ন শুভেচ্ছা বার্তায় ইউএনও ও  ওসি বাংলা নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় পাইকগাছা থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন, নতুন বছরে আমরা অতীতের গ্লানি ভুলে জীবনের এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আশায় বুক বাঁধি। দেনা-পাওনা চুকিয়ে নতুন করে শুরু হয় জীবনের জয়গান। পয়লা বৈশাখ তাই যুগ যুগ ধরে বাঙালির মননে-মানসে শুধু বিনোদনের উৎস নয়, বৈষয়িক বিষয়েরও আধার।

শুভেচ্ছা বার্তায় ইউএনও মাহেরা নাজনীন বলেন, অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে, অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ সকলের জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। প্রতিবছর পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে হাজির হয়।

ইউএনও আরো বলেন, আসুন বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়