ববির নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাখাওয়াত

আগের সংবাদ

নারী কেলেঙ্কারি ও কক্ষ মেরামতের নামে অর্থ আত্মসাতের অভিযোগ

পরের সংবাদ

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ৭:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ৯ পিচ স্বর্ণের বারসহ আমাজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাচালানকারীকে আটক করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩-বিজিবি)। বুধবার সকালে তাকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া আমজাদ হোসেন একই এলাকার মৃত মাজেদ মোল্যার ছেলে।

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্তান করছে এমন খবর পেয়ে বৈকারি ক‍্যাম্পের সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে এক দল সেখানে অভিযান চালায়। ওই সময় আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। পরে মটরসাইকেলের ভিতর থেকে ৯পিচ স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্নের ওজন ১কেজি ৪৪ গ্রাম যার বাজার মূল্য ১,০২,১০,৩২০/- (এক কোটি দুই লক্ষ দশ হাজার তিনশত বিশ) টাকা।

তিনি আরো জানান, এঘটনায় সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে। এছাড়া পাচারকাজে ব্যাবহারিত (হিরো হাঙ্ক) মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

এপ্রিল ০৩, ২০২৪, at ১৯:২২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়