প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ৭:১৩ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বুধবার বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে ‘পরীক্ষা নিয়ন্ত্রক’ (ভারপ্রাপ্ত) হিসেবে তিনি এদায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে।
নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. সাখাওয়াত হোসেন বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করব। শিক্ষার্থীদের সকল ভোগান্তি দূরীকরণে কিভাবে দ্রুততম সময়ের মধ্য সকল কাজ করা যায় সেই ব্যাপারে দপ্তরের সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব।
এপ্রিল ০৩, ২০২৪, at ১৯:১২ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।