বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

আগের সংবাদ

বড় বড় হোটেলে গিয়ে ইফতার পার্টি করছে বিএনপি : সেতুমন্ত্রী

পরের সংবাদ

আশাশুনিতে চালককে অজ্ঞান করে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১:২৭ অপরাহ্ণ

সাতক্ষীরার আশাশুনিতে দিনে দুপুরে রাসেল (২৭)নামের এক চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে মঙ্গলবার কখন ও কোথায় এ ঘটনা সংগঠিত হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী ইজিবাইক চালক রাসেল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের আকবার আলীর পুত্র।

ভুক্তভোগীর পিতা আকবার আলী জানান, তার ছেলে রাসেল প্রতিদিনের ন্যায় সোমবার সকাল সাতটার দিকে ইজি বাইক নিয়ে বেরিয়ে আসে। সন্ধ্যা ৭টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন যে তার ছেলে অজ্ঞান অবস্থায় আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। সরজমিনে কয়েকজন রোগীর স্বজন জানান, বিকাল ৪টার দিকে হাসপাতালের ৩য় তলায় একটি বেঞ্চের উপর শুয়ে থাকতে দেখি। সন্ধ্যার দিকে সে মাটিতে পড়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কে জানানো হয়।

এব্যাপারে হাসপাতালের কার্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম জানান, রাত ৮টার দিকে জানতে পেরে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো তার জ্ঞান না ফেরায় সঠিক তথ্য বলা যাচ্ছে না। বিষয়টি আশাশুনি থানায় হাসপাতালের পক্ষ থেকে জানানো হলে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

এপ্রিল ০৩, ২০২৪, at ১৩:২৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়