শিবগঞ্জে পৌরসভার আয়োজনে ঈদ উৎসবের হাদিয়া বিতরণ

আগের সংবাদ

আশাশুনিতে চালককে অজ্ঞান করে দিনে দুপুরে ইজিবাইক ছিনতাই

পরের সংবাদ

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১:১৪ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১:১৪ অপরাহ্ণ

যশোরের বেনাপোল-দৌলতপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে দুই বাংলাদেশি আহত হয়েছে। তাদেরকে বিজিবি উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেছে।

মঙ্গলবার রাত ১০ টার দিকে সীমান্তরক্ষী বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হয়। আহতরা হলেন, বেনাপোলের পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বরকত আলীর ছেলে ডালিম (৩৫)ও দীন ইসলামের ছেলে বাবু (৩৭)।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্নেল খুরশিদ আনোয়ার জানান, মঙ্গলবার রাতে কয়েকজন চোরাকারবারী অন্ধকার সীমান্ত পথে ভারতে ঢোকার চেষ্টা করে। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়লে বাবু ও ডালিম নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকে। তাদের পায়ে ও চোখে গুলি লাগে। এসময় বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তী করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তীতে চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

এপ্রিল ০৩, ২০২৪, at ১৩:০৫ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়