লবন পানির আগ্রাসন থেকে বাঁচতে চাই এলাকাবাসী

আগের সংবাদ

উপজেলা নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশনারের নির্দেশ

পরের সংবাদ

খুবিতে যশোর জেলার শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৪ , ১০:২৭ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ২, ২০২৪ , ১১:৩২ পূর্বাহ্ণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে “শিষ্ট মানুষ মিষ্ট ভাষা, সৌহার্দ্য ও সম্প্রীতির টানে কাছে আসা, যশোর জেলা আমাদের বাসা” এই স্লোগানকে সামনে রেখে সকলের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আল শাহরিয়ার কে সভাপতি ও ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রায়হান হোসেনকে সাধারণ সম্পাদক করে এসোসিয়েশনের প্রথম কমিটি গঠনের মাধ্যমে যশোর জেলা স্টুডেন্টস এসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. শাহজাহান কবির, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. এস.এম. ফিরোজ, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. সালাহউদ্দিন মিনা, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এনামুল হক, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. মাহমুদ আলম, পরিসংখ্যান ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক বেনোজির আহমেদ, আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা, মানবসম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক রিপন কুমার পাল, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক অনির্বান মল্লিক ও শাপলা সিংহ এবং একই ডিসিপ্লিনের প্রভাষক চিত্রম সেন অনিক।

অনুষ্ঠানে যশোর জেলার শিক্ষার্থীদের উদ্দেশ্য অতিথিরা বলেন, আমরা চাই যশোর জেলার ছাত্রছাত্রীরা পড়ালেখা করে এদেশের উপকারে আসবে। সঠিক মানুষ হয়ে গড়ে উঠবে। যশোরের মানুষরা এগিয়ে যাচ্ছে। সামনে আরো এগিয়ে যাবে।

অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের যশোর জেলার বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এপ্রিল ০২, ২০২৪, at ১০:২০ (GMT+06) রূপ্র/আক/ঢাঅ/আ.হা.

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়