যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ ৩ জনকে আটক করেছে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যারা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ঝিকরগাছা থানার লাউজানি রয়েল স’মিলের দক্ষিণ পাশে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত জিপ গাড়ি জব্দ করা হয়।
আটকরা হলেন- পিরোজপুর সদরের নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সন্ত্রাসী কার্যক্রম সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিজেদের দখলে রেখেছে। গ্রেফতারকৃত ০১নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা মাদক মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে এবং ৩নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৩টা চুরি মামলা, ১টা অস্ত্র মামলাসহ ৪টা মামলা রয়েছে।
যশোর ডিবি পুলিশ সূত্র আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মুরাদ হোসেন পিপিএম ও এসআই শাহিনুর রহমান পিপিএম এর নেতৃত্বে যশোর- বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। অভিযানে আরো ছিলেন এসআই রইচ আহমেদ এসআই খান মাইদুল ইসলাম ও এসআই হরষিত রায়সহ অন্যান্য কর্মকর্তাগন।
এ সময় সন্দেহজনক ভাবে একটি জিপ গাড়িকে গতিরোধ করা হয়। এরপর জিপ গাড়িতে থাকা তিন আরোহীকে তল্লাশী করলে তাদের নিকট বিদেশী পিস্তল, গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। অস্ত্রসহ তাদের তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।