প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ
বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা শাখার সভাপতি ধীমান সরকার ও সাধারণ সম্পাদক প্রকাশ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আশিক দে সভাপতি এবং অরিত্র চ্যাটার্জিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৩৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্য পদাধিকারীদের মধ্যে রয়েছেন—
যুগ্ম সাধারণ সম্পাদক সুমন কুমার মন্ডল ও মোহন কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক রাজা নন্দী, সহ-সাংগঠনিক সম্পাদক অপু মিস্ত্রী, দপ্তর সম্পাদক শুভজীৎ সরকার, সহ-দপ্তর সম্পাদক চিরঞ্জিত মুন্ডা, প্রচার সম্পাদক সৈকত কুমার মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদিকা সুদেষ্ণা ব্যানার্জী, কোষাধ্যক্ষ শুভ কুমার মন্ডল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাপস কুমার মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জয়ন্ত মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক রাহুল মন্ডল, ক্রিয়া বিষয়ক সম্পাদক উৎপল মন্ডল, সমাজ কল্যাণ সম্পাদক রাহুল দেব মিস্ত্রী, আইন বিষয়ক সম্পাদক উজ্জ্বল মন্ডল ও অভিজিৎ সরদার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পল্লব গায়েন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপু চৌকিদার।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জীৎ মন্ডল, শুভংকর পাল, অপূর্ব পাল, রুপম দে, প্রান্তিক কুন্ডু, অলিপ দে, জয় মন্ডল, অরুপ গায়েন, স্বাধীন মন্ডল ও অরুপ কুমার মন্ডল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই কমিটি আগামী দিনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।