দুর্গাপূজায় অপপ্রচার, গুজব ছড়ালেই তাৎক্ষনিক ব্যবস্থা: যশোরের এসপি

আগের সংবাদ

পাইকগাছায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৫ অনুষ্ঠিত

পরের সংবাদ

পাইকগাছায় চলমান রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রশাসনের সরেজমিনে ত্রুটি চিহ্নিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৭:২১ অপরাহ্ণ
পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডে চলমান রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে এবং কাজের গুণগত মান বজায় রাখা হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ২/৩ নং ইট ব্যবহার সহ নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর নির্দেশে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে কাজ পরিদর্শন করেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান সহকারী জিয়াউর রহমান এবং উপ-সহকারী প্রকৌশলী মো. লিংকন আলী। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত থেকে কাজের মান ও অভিযোগের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা একাধিক অনিয়ম ও ত্রুটি শনাক্ত করেন। বিশেষ করে সঠিক অনুপাতে সামগ্রী ব্যবহার না করা, ঢালাইয়ের ত্রুটি এবং ২/৩ নং ইট বসানোর অনিয়ম ধরা পড়ে। এ সময় কর্মকর্তারা পৌর প্রশাসকের নির্দেশে ঠিকাদার কর্তৃপক্ষকে দ্রুত এসব ত্রুটি সংশোধনের পাশাপাশি নিম্নমানের ইট অপসারণ করে ১ নং ইট ব্যবহার সহ কাজের গুনগত মান বজায় রেখে পুনরায় কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বহু প্রতীক্ষার পর শুরু হওয়া এই রাস্তা নির্মাণকাজে নিম্নমানের কাজের কারণে তারা হতাশায় পড়েছিলেন। তাদের দাবি ছিল,মানসম্মতভাবে কাজ সম্পন্ন না হলে সরকারি অর্থের অপচয় হবে এবং এলাকাবাসীও ভোগান্তির শিকার হবেন।
এ প্রসঙ্গে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, সরকারি অর্থে উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। কাজের মান নিশ্চিত করতেই পুনরায় কাজ করানো হবে।
এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে আশা ব্যক্ত করেছেন যে, এবার মানসম্মতভাবে কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়